উত্তরঃ- পানি মূলত পবিত্র; যতক্ষণ না নাপাকির বিষয়ে নিশ্চিত হওয়া না যাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত প্রবল বর্ষণের কারণে রাস্তা ঘাটে জমে যাওয়া পানিতে লক্ষ করতে হবে নাপাকীর কোন চেহ্ন দেখা যায় কি না?
যদি দেখা যায় তাহলে নাপাক, অন্যথায় নাপাক হিসেবেই ধর্তব্য হবে।
-রদ্দুল মুহতারঃ-১/৫৮৩, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ- ১/২৯৮, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৩/১০০,
Leave Your Comments