প্রশ্নঃ- গায়েবানা জানাযার হুকুম কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে জানাযার নামাজ সহীহ হওয়ার জন্য মরদেহ সামনে থাকা আবশ্যক।

সুতরাং প্রশ্নে বর্নিত গায়েবানা জানাযার সময় যেহেতু মরদেহ সামনে থাকে না, তাই  তা সহীহ হবে না।

 

– আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৩/১২৩,  ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ১/২২৫,  আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৪/৩৯৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *