প্রশ্নঃ- কোন ব্যাক্তি কারো থেকে ঋন নিয়ে ব্যাবসা শুরু করলো। এমতাবস্থায় ঋনের যাকাত কার উপর ওয়াজিব হবে? ঋন দাতার উপর নাকি ঋন গ্রহিতার উপর?

উত্তরঃ- ঋন হিসেবে প্রদত্ত্ব টাকা ঋন দাতার মালিকানায়ই থাকে। এ টাকা প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা থাকলে যাকাত ঋন দাতার উপর বর্তাবে। ঋনগ্রহিতার উপর নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি ঋন নেসাব পরিমান হয় এবং অন্যান্য সকল শর্ত বিদ্যমান থাকে তাহলে উক্ত ঋনের যাকাত ঋনদাতার উপরেই বর্তাবে।

 

-আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ-২/৩০৫, আল মুহিতুল বোরহানীঃ- ৩/২৪৪, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৫/৭৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *