উত্তরঃ- শরীয়তের মূলনীতির আলোকে ঋন দুই প্রকার।
এক, ব্যাবসায়ীক ঋন। দুই, স্বাভাবিক ঋন। স্বাভাবিক ঋন যাকাত থেকে বাদ যাবে। তবে ব্যাবসায়ীক ঋন বাদ দেয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যদি ঋনের টাকা দিয়ে কোম্পানি যাকাত অযোগ্য জিনিস ক্রয় করে, তাহলে তাতে যাকাত ওয়াজিব হবে না। আর যদি যাকাত যোগ্য সম্পদ ক্রয় করে তাহলে তাতে যাকাত ওয়াজিব হবে।
– ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/২৩৪, ফাতাওয়ায়ে কাযীখানঃ- ১/১৫৭, ইসলাম আওর জাদীদ মাঈশাত ওয়া তিজারতঃ- ১১৪,
Leave Your Comments