উত্তরঃ- শরীয়তের মূলনীতি অনুযায়ী যাকাত আদায় হওয়ার জন্য আদায়কালীন নিয়ত থাকা এবং হকদারকে মালিক বানিয়ে দেয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ঋন ক্ষমা করার দ্বারা যাকাত আদায় হবে না। তবে যদি যাকাতের টাকা তার হাতে দিয়ে তার থেকে ঋন পরিশোধ করে নেয় তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে।
– ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ-১/২৩৩, বাদায়েউস সানায়েঃ- ২/৪৮৬, ফাতাওয়া হাক্কানিয়াঃ- ৪/৭২,
Leave Your Comments