উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী পালকপুত্রের কোন আলাদা বিধান নেই। তাই পালকপুত্রও অন্য পুরুষের মতই।
সুতরাং প্রশ্নে বর্ণিত পালকপুত্রর সাথে নিজ কন্যার বিয়ে সহীহ হয়ে যাবে।
– ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ১/৩৩৯, আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৩/২৮, আপকে মাসায়েল আওর উনকা হলঃ-৬/১৭১,
Leave Your Comments