উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক মেয়েকে অনুমতি ছাড়া জোর করে বিবাহ দিলে বিবাহ হয়না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি মেয়ে বিবাহের অনুমতি চাওয়ার পর পিতাকে অনুমতি না দিয়ে থাকে তাহলে বিবাহ সংগঠিত হয়নি। আর যদি অনুমতি দিয়ে থাকে বা চুপ থেকে থাকে তাহলে উক্ত বিবাহ হয়ে যাবে।
তবে সংসার সুখি না হলে বা মেয়ে স্বামীকে মেনে না নিলে তালাকের মাধ্যমে পৃথক করার সুযোগ রয়েছে।
– রদ্দুল মুহতারঃ-৩/৫৮, কানযুদ দাকায়ীকঃ-৩/১৯৩, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৬/২০৬,
Leave Your Comments