উত্তরঃ- হাদীসের ভাষ্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামায়াত ব্যাতীত বাকিরা জাহান্নামী। যারা পরিপূর্ণ কুফুরীর দরজায় পৌঁছবে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর বাকিরা নিজ কর্ম অনুযায়ী সাজা ভোগ পরবর্তিতে জান্নাতে যাবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস পরিপন্থি বক্তব্যের প্রবক্তার কথা বিবেচনা করে তার হুকুম নির্ধারণ করা হবে।
-সুনানুত তিরমিজিঃ- ২/৯৩, ইকফারুল মুলহিদীনঃ- ১২১, মাকতুবাতে ইমাম রব্বানীঃ- ৩/৭০,
Leave Your Comments