উত্তর: বছরের শুরুতে নেসাবের মালিক হওয়ার পর বছর শেষ হাওয়ার পূর্বেই যদি টাকা খরচ হয় তাহলে যাকাত ফরয হবে না। কেননা, যাকাত ফরয হওয়ার জন্য শর্ত হলো, নেসাব পরিমাণ সম্পদ বছরের শেষ পর্যন্ত বাকি থাকতে হবে। অবশ্য বছরের মাঝে যদি টাকা খরচ হয়ে নেসাবের চে’ কমে যায় এবং বছর শেষ হওয়ার পূর্বেই আবার নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে বছরের শেষে যাকাত দিতে হবে।
বাদায়েউস সানায়ে- ২/১৬, তাবয়ীনুল হাকায়েক- ১/২৮০, ফাতাওয়া হিন্দিয়া- ১/১৭৫)।
Leave Your Comments