উত্তর: ছেলের স্ত্রীকে তিন ভরি স্বর্ণ দিয়ে দেয়ার পর ছেলের স্ত্রী তার মালিক হয়ে গেছে। এই স্বর্ণ এখন আর আপনার মালিকানায় নেই। তাই আপনাকে এগুলোর যাকাত দিতে হবে না। তবে ছেলের স্ত্রী যদি এই তিন ভরি স্বর্ণের সাথে আরো কোনো যাকাতযোগ্য সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে তাকে এই তিন ভরি স্বর্ণের যাকাত দিতে হবে।
, বাদায়েউস সানায়ে- ২/১৮ শরহু মুখতাসারিত তহাবী- ২/৩১৯, মাবসূত সারাখসী- ২/৮৫)।
Leave Your Comments