ইসলাম বিরোধীদের কিছু কমন প্রশ্নের জবাব

প্রশ্ন – ১
বর্তমানে বিশ্বে মাত্র 150 million আরবি ভাষাভাষি মানুষ আছে । আল্লাহ কেন এমন একটা ভাষায় কুরআন নাজিল করলেন না যেটাতে অধিক মানুষ কথা বলে, যেমন English (350 million), Mandarin (800 million), Spanish (358 million), Hindi (200 million) কিংবা Russian (160 million) ?

উত্তর:-১
আমার প্রশ্ন হলো -আমরা কেন এখন সেকেন্ড লান্গুএইজ হিসেবে ইংলিশ শিখি? কেন বেশি সংখ্যক মানুষ ইংলিশ থেকে Mandarin ভাষায় কথা বলা সত্তেও আমরা Mandarin ভাষা শিখি না? এই প্রশ্ন আপনার মাথায় এসেছে কি? আপনার কথা মতে, বেশি সংখ্যক মানুষের ভাষা বলে আল্লাহ তা’আ লা যদি মান্দরিন ভাষায় কুরআন নাজিল করতেন, তাহলে আপনি যৌক্তিক মনে করতেন,তাই না? আপনি মান্দরিন ভাষার সাথে আরবী ভাষার তুলনা করুন , তাহলেই বুঝবেন আরবিতে করে আমাদের জন্য সহজ হয়েছে, নাকি মাদরিন ভাষায় করলে সহজ হতো!আপনাকে যদি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোনটাকে বেছে নিবেন? বেশির ভাগ মানুষ কোনটিকে বেছে নিবে বলে মনে হয়?
কুরআন কেন আরবীতে নাযিল হইলো? Why was the Qur’an revealed in Arabic?
আল্লাহ তা’লা কুরআনে বলেছেন:
“We have sent it down as an Arabic Qur’an so you people may understand / use reason”
[The Noble Qur’an, Surat Yusuf12:2]

“..and recite the Quran in slow, measured rhythmic tones.” —Quran 73:4

thanks Samiur Rahman Piyal

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *