প্রশ্ন:- দরিদ্র আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন:- দরিদ্র আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?

উত্তর:- পিতা মাতা, সন্তানাদি ও স্বামী-স্ত্রী ব্যতীত সকল মুসলিমকেই যাকাতের মাল দেয়া যাবে।
সুতরাং প্রশ্নোক্ত গরিব বোনকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এতে যাকাত আদায়ের পাশাপাশি আত্মীয়তার হক আদায় হয়ে যাবে।
দলিলসমুহ:
وقيد بالولاد لجوازه لبقية الأقارب كالأخوة والأعمام والأخوال الفقراء بل هم أولي لأنه صلة وصدقة.ردالمحتار:٣٥٦/٢

والأفضل في الزكاة والفطر والنذر الصرف اولا إلى الإخوة والأخوات، ثم إلى أولادهم ثم إلى الأعمام والعمات. الفتاوى الهندية:٢٥٢/١

و يجوز إلى سائر قرابه نحو الأخوة، والأخوات، والأعمام، والعمات، والأخوال، والخالات.فتاوى قاضيخان:١٦٤/١

غریب بھائی بہنوں کو زکوٰۃ کا روپیہ دیا جا سکتا ہے خواہ وہ سوتیلے ہو یا سگے.کفایت المفتی:۲۳۸/۵

উত্তর প্রদানে :-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *