একমাত্র ইসলামী অনুশাসনই পারে ধর্ষণকাণ্ড ঠেকাতে। (মাওলানা আলী আযম)

এদেশ কি সত্যিই ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হলো?
—————
পত্রিকার পাতা খুলতেই ধর্ষণের খবর। টিভির পর্দায় নিত্যদিন ঠাই পাচ্ছে ধর্ষণের খবর। এমন কোনো দিন নেই, যেদিন পত্রপত্রিকা কিম্বা টিভিপর্দায় ধর্ষণের খবর দেখা যাচ্ছেনা। ভ্রাম্যমাণ আদালত থেকে নিয়ে থানা, পুলিশ প্রশাসন সদাসর্বদা ব্যস্ত নিত্যদিন নানান জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ ঘটনা ঠেকাতে। কিন্তু তারা দিশেহারা। পথেঘাটে, স্কুল কলেজ, ভার্সিটিতে এমনকি নারীসমাজ খোদ নিজের ঘরেও ধর্ষণ ঘটনা থেকে নিস্তার পাচ্ছেনা। আজকের নারীসমাজ নিরাপদ নয় কোথাও। দিনদিন এই অনাকাঙ্ক্ষিত ধর্ষণকাণ্ড মহামারী আকার ধারণ করছে। কোনো পন্থাই সফল হচ্ছে না ধর্ষণকাণ্ড রুখতে। আগামী প্রজন্ম নিয়ে আমরা ভীতসন্ত্রস্ত, দিশেহারা।
.
আজ থেকে অন্তত দশবছর পূর্বেও এদেশে প্রতিদিন ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘৃণ্য ঘটনা ঘটেনি। হঠাৎ এভাবে ধর্ষণকাণ্ড বিস্তার লাভ করার কারণ কী? এক নাম্বার কারণ হলো ইসলাম বিদ্বেষী নৈতিকতা বিবর্জিত সেক্যুলার শিক্ষাব্যবস্থা। সাথে সহশিক্ষা তো ধর্ষণকাণ্ড বৃদ্ধিতে মারাত্মক ভূমিকা রাখছেই। দুই নাম্বার কারণ যুব সমাজের মধ্যে ধর্মীয় রীতিনীতি ও ধর্মীয় শিক্ষার বড়ো অভাব। তিন নাম্বার কারণ দেশে প্রতিবেশী ভিনদেশী অপসংস্কৃতি আমদানির কুফল। যা আমাদের চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে নিশ্চিত, যদি এখনো এর বিরুদ্ধে আমরা সোচ্চার না হই। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ধর্ষণ বৃদ্ধির পিছনে উল্লেখযোগ্য অবদান রাখছে।
.
ধর্ষণ মহামারী যেভাবে প্রতিদিন বিস্তার লাভ করছে এখন থেকে যদি এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পন্থা অবলম্বন করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এসব কর্মকাণ্ড থেকে প্রজন্মকে নিরাপদ রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে। এক সময় ‘ধর্ষণ’ শব্দটি মানুষ মুখে নিতেও লজ্জাবোধ করতো। আর এখন প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে এসব শব্দ। ছোটছোট বাচ্চাদের সামনে টিভিতে যখন ধর্ষণের ঘটনা বর্ণনা দেওয়া হয়, তখন লজ্জায় মাথা হেট হয়ে যায়। আর ধর্ষণ নিয়ে বাচ্চাদের মুখে যখন অপ্রীতিকর প্রশ্ন শুনি তখন বিব্রত না হয়ে পারা যায় না। অবুঝ শিশুদের মুখেও আজ ধর্ষণ শব্দটি শোনা যায়। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এসব ধর্ষণ, ইভটিজিং স্বাভাবিক ঘটনায় রূপ নেবে।
.
ধর্ষণ ঠেকাতে সরকার, প্রশাসন কতোকিছুই না করছে! কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মা’র সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে। স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হচ্ছে। ভাইয়ের সামনে বোন ধর্ষিতা হচ্ছে। প্রতিকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। টিভি, পত্রিকায় ধর্ষিতাকে প্রদর্শন করা হয়, ধর্ষককে নয়। ধর্ষণের পর ধর্ষিতার ফ্যামিলির উপর আমাবস্যার রাত নেমে আসে, ধর্ষক যদি সরকার দলীয় হয়। ধর্ষক চিহ্নিত হলে মাঝেমধ্যে প্রশাসন ধর্ষককে জেল জরিমানা করে থাকে। কদিন পর সে পুনরায় ফিরে এসে সেম পেশায় জড়িয়ে পড়ে। আবারো কিছু অসহায় বোন সম্ভ্রম হারায়। রাগে ক্ষোভে অনেকসময় আত্মহত্যা করে। কিন্তু ধর্ষক নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। ধর্ষণ ঠেকানো যায় না। প্রচলিত আইনে ধর্ষণ ঠেকানো কস্মিনকালেও সম্ভব নয়।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *