প্রশ্ন: গোসলের সময় হঠাৎ গলার ভিতরে পানি চলে গেলে রোজার হুকুম কি?

উত্তর: শরীয়তের দৃষ্টিতে রোযা স্মরণ থাকাবস্থায় অনিচ্ছাকৃতভাবে খাদ্য বা পানীয় হলকুমের ভিতরে প্রবেশ করলে রোযা ভেঙ্গে যাবে।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির যদি রোযা স্মরণ থাকা অবস্থায় হঠাৎ গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে এবং কেবল কাযা আবশ্যক হবে। আর যদি রোযা স্মরণ না থাকা অবস্থায় এমন হয় তাহলে কোন অসুবিধা নাই। তার রোযা ভাঙ্গবে না।

 

দলিল সমূহ:

وان تمضمض أو استنشق فدخل الماء جوفه ؛ان كان ذاكرا لصومه فسد صومه وعليه القضاء

(الفتاوى العالمكيرية:٢٦٥/١)

ولو أكل مكرها أو مخطئا بأن تمضمض فوصل الماء جوفه فسد صومه وعليه القضاء دون الكفارة

(فتاوى قاضي خان:١٣١/١)

وضو ٫غسل یا کلی کرتے وقت غلطی سے پانی حلق سے نیچے چلا جائے تو روزہ ٹوٹ جاتا ہے مگر اس صورت میں صرف قضا لازم ہے کفارہ نہیں

(574/4:آپ کے مسائل اور ان کا حل)

(الفتاوى البزازية:٦٦/١)

( خلاصة الفتاوي:٣٥٣/١)

( فتاویٰ حقانیہ:165/1)

(امداد الفتاوی:159/2)

 

উত্তর প্রদানে :

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী

প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *