Category: হায়েয ও নেফাস

প্রশ্ন:- মুহতারাম হায়েজা মহিলা আযানের জবাব দিতে পারবি কি না? উত্তর:- আযানের জবাব জিকিরের আওতাধীন। যা ব্যপকভাবে অনুমোদিত বিষয়। এক্ষেত্রে পবিত্রতা শর্ত নয়। সুতরাং প্রশ্নেবর্ণিত হায়েজা আযানের জবাব দিতে পারবে। কোন অসুবিধা নেই। দলিল () الہدا...

প্রশ্ন:-মাসিক অবস্থায় স্ত্রীর পায়ু-পথে সঙ্গম করার হুকুম কি? উত্তর:-ইসলামী শরীয়তে সহবাসের ক্ষেত্রে পায়ুগামিতা সর্বাবস্থায় চরমভাবে নিষিদ্ধ, বর্জনযোগ্য ও আইনত দন্ডনীয় অপরাধ। সূতরাং প্রশ্নবর্নিত মাসিক অবস্থায় স্ত্রীর পায়ু-পথে সঙ্গম করলে কবিরাহ গুনা...

উত্তর  :   গর্ভস্থ সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ যেমন, হাত-পা, নখ, চুল ইত্যাদি হয়ে থাকলে তা ওষুধ প্রয়োগের মাধ্যমে ফেলে দিলেও ইদ্দত পূর্ণ হয়ে যায়। عَنِ الْحَارِثِ، أَنَّهُ قَالَ فِي الْمُطَلَّقَةِ، وَالْمُتَوَفَّى عَ...

উত্তর :- দিনের বেলা মাসিক বন্ধ হয়ে যাবে এ ধারণায় সাহরী খেয়ে রোযার নিয়ত করলেও রোযা হবে না। কেননা, সুবহে সাদিকের সময় মাসিক চলমান থাকার পর পরবর্তীতে বন্ধ হলেও ঐদিনের রোযা রাখার অনুমতি নেই। হ্যাঁ, যদি রাতে বা সুবহে সাদিকের পূর্বে বন্ধ...