মিডিয়ার সঠিক ব্যবহারের মাধ্যমে দ্বীনী খেদমত

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

বর্তমান বিশ্বে মিডিয়ার একতরফা রাজত্ব চলছে। ইসলামের ভিতর ও বাহিরের শত্রুরা এ অস্ত্র কাজে লাগিয়ে বিশ্বব্যাপী ইসলামের দুর্নাম ছড়িয়ে ক্ষতি সাধনের চেষ্টা করছে। কিন্তু আফসোসের সাথেই স্বীকার করতে হচ্ছে,আমাদের নিজস্ব কোনো মিডিয়া না থাকায় আমরা এর প্রতিবাদ/প্রতিরোধ কিছুই করতে পারছিনা। যা কিছু করা হয় তাও মিডিয়া না থাকায় যথাযথ ফলপ্রসু হচ্ছেনা। মিডিয়ার এ ব্যাপক কার্যপরিধির কথা চিন্তা করে আমরা নিজস্ব ভাবে একটা মিডিয়া সেক্টর গড়ে তোলার ফিকির করেছি৷

আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুরুব্বীদের দোয়া ও পরামর্শক্রমে কিছু কাজ শুরু করেছি ৷ আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া থাকলে ভাল কিছু উপহার দিতে পারবো , ইনশাআল্লাহ।

Read More

উপদেষ্টা পরিষদ- (১) শাইখুল হাদিস আল্লামা আরশাদ রাহমানী দা.বা.। (২) শাইখুল হাদিস আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ দা.বা. (৩) শাইখুল হাদিস আল্লামা মুফতী দিলাওয়ার হোসাইন দা.বা.

পরিচালনা পর্ষদ-  (১) মুফতী জোনাইদ কাসেমী (২) মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা

পরিকল্পিত প্রতিষ্ঠান,কার্যক্রমের রুপরেখা ও সম্ভাব্য বাজেট (১) একটি উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। যার নাম “আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ ইসলামিক দাওয়াহ সেন্টার, বাংলাদেশ। কার্যক্রম-উচ্চতর তাফসীর,হাদীস, ইফতা,দাওয়াহ বিভাগ খোলা। এখান থেকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় কাজে লাগানো। বিশেষত অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা এবং মিডিয়ায় বাতিলের জবাবদানে পারদর্শী করে তোলা। * এ খাতে সম্ভাব্য বাজেট ৫০ লক্ষ টাকা। কিতাব ৪৫ লক্ষ টাকা। কম্পিউটার ইত্যাদি ৫ লক্ষ টাকা।

ভবিষ্যত প্ল্যানিং- নিজস্ব জায়গা কিনে স্থায়ীভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা।

(২) “আন নূর মিডিয়া” নামে একটি মিডিয়া সেন্টার গড়ে তোলা হয়েছে। এর আওতাধীন আন নূর টিভি নামে একটি অনলাইন চ্যানেল চালু করা হয়েছে।ফেইসবুকেও একটি পেইজ খোলা হয়েছে। কার্যক্রম- বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার করা,বাতিলদের আরোপিত বিভিন্ন অভিযোগের দালীলিক খন্ডণ করা। আপাতত ইউটিউব ভিত্তিক চলছে। আমাদের স্বপ্ন এটাই একসময় মূল ধারার চ্যানেলের রুপ নিবে,ইনশাআল্লাহ। * এখাতে বাজেট- যেহেতু আমাদের স্বপ্ন একটি মুলধারার চ্যানেল করা। তাই কয়েক কোটি টাকা বাজেটের কথা আমাদের মাথায় রাখতে হবে এবং ধীরে ধীরে আগাতে হবে। আপাতত চ্যানেলটি টিকিয়ে রেখে কাজকে বেগবান ও স্থায়ী করতে হলে আমাদের নিন্মোক্ত কাজগুলো করতে হবে। (ক) একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া। ১৫হাজার টাকা। (খ) দুজন লোক রাখা। ১.ভিডিও এডিটর ২.কম্পিউটার কম্পোজম্যান।উভয়ের বেতন যথাক্রমে ১৫ হাজার করে ৩০ হাজার। নেট বিল ও অন্যান্য ৫হাজার টাকা। মোট মাসিক খরচ ৫০হাজার টাকা।  ভবিষ্যত প্ল্যানিং- নিজস্ব জায়গা কিনে স্থায়ীভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা।

(৩)“www.annoorbd.com নামে একটি তথ্যবহুল ওয়েবসাইট খোলা হয়েছে । কার্যক্রম- আপাতত গঠনমূলক লিখনি ও আলোচনাগুলো সংগ্রহ ও প্রচার করা হচ্ছে। ভবিষ্যতে এটাকেই অনলাইন পোর্টাল হিসেবে দাঁড় করানোর ফিকির আছে।

কর্ম পরিকল্পনা- (১) বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার করার লক্ষে বিভিন্ন প্রোগ্রাম করা। (২) ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ কর্তৃক অারোপিত বিভিন্ন মিথ্যাচারের দালীলিক খন্ডন। (৩) বিভিন্ন বাতিল ফিরকা কর্তৃক অারোপিত অভিযোগের দালীলিক খন্ডন। (৪) দৈনন্দিন মানুষের জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েলের বর্ণনা করা। অর্থ সংগ্রহে গৃহিত উদ্যোগ- ইনশাআল্লাহ আমরা নিজেরা যথাসাধ্য এখানে অর্থ ব্যয় করছি আগামীতেও করবো। তবে এমহৎ কাজে যেন অারো কিছু মুহিব্বিনরা জড়াতে পারেন এজন্য ৩১৩ জনের একটি বদরী কাফেলা প্রস্তুত করা হবে। যারা প্রত্যেকে নিজ নিজ সাধ্যানুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন। মুহতারাম,আমি আপনাকে আল্লাহর জন্য ভালবাসি এবং মনেপ্রাণে বিশ্বাস করি দ্বীনি কাজে আপনি সবসময় অগ্রসর। তাই অাপনার কাছে দোয়ার আবেদন। যেন অাল্লাহ আমাদের এস্বপ্ন পূরণে গায়েবী মদদ করেন।সব কিছু সহজে ব্যবস্থা করে দেন। আপনিও চাইলে ৩১৩জনের বদরী কাফেলার একজন সদস্য হয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি যথাসাধ্য মাসিক বা বার্ষিক অনুদান দিয়ে শরীক থাকতে পারেন।

মাআসসালাম- (মুফতী)মুহাম্মাদ শামছুদ্দোহা প্রতিষ্ঠাতা পরিচালক-অাহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ ইসলামিক দাওয়াহ সেন্টার ও আন নূর টিভি। খতিব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ,ধানমন্ডি ঢাকা।

যোগাযোগ-01829118031,01670771188, 01631339101