Tag: Is the blood of mosquitoes ripe or impure?

  উত্তর : শরয়ী দৃষ্টিতে রক্ত নাপাক হওয়ার জন্য শর্ত হচ্ছে তা প্রবাহমান হওয়া আর মশার রক্ত প্রবাহমান না হওয়ায় তা নাপাক নয়।সুতরাং পোষাক বা গায়ে মশার রক্ত লাগলে নামাযে কোন ক্ষতি হবে না।নামাজ শুদ্ধ হয়ে যাবে। রেফারেন্স: ١. المصنف لٳبن أبي شيبة ...