উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে জানাযার নামাজ সহীহ হওয়ার জন্য মরদেহ সামনে থাকা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্নিত গায়েবানা জানাযার সময় যেহেতু মরদেহ সামনে থাকে না, তাই তা সহীহ হবে না। - আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৩/১২৩, ফাতাওয়ায়ে আলমগীরী...