Tag: জীবিত প্রাণী ওজন করে বিক্রি করা জায়েয হবে কি না?

উত্তরঃ- কোন জিনিস ওজন করে ক্রয় বিক্রয়ের জন্য তা ওজনী হওয়া শর্ত নয়। সুতরাং জীবিত প্রাণী ওযন করে ক্রয় বিক্রয় করা বৈধ। তবে শর্ত হলো প্রতি কেজির মূল্য কত তা পূর্বে নির্ধারণ করে নিতে হবে। অতঃপর নির্ধারিত প্রাণীর ওজন অনুযায়ী মূল্য নির্দৃষ্ট করতে হবে। ...