নির্যাতিত রোহিঙ্গাদের জন্য কবিতা :
‘জীব হত্যা মহাপাপ’
মুনীরুল ইসলাম
রোহিঙ্গারা যুগে যুগেই নির্যাতিত
কারণ ওরা মন্দির এবং গির্জাতীত।
দূর অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে
বৌদ্ধ জালিম চালায় জুলুম রঙ্গ করে।
বাদ পড়ে না নারী-পুরুষ-কচি শিশু
বুদ্ধের মাথায় আজাজিলে করছে হিসু!
বর্বরতায় হার মেনেছে জাহিলিয়াত
শাসকগোষ্ঠীর নিরবতা কাহিলি-হাত।
বুদ্ধ বলে ‘জীব হত্যা মহাপাপ’ও
মারছে তবু একটুও নেই অনুতাপও।
এই ‘জগতের সকল প্রাণী সুখী হোক’
মুসলিম ছাড়া– বিচ্ছু-কেঁচো-মাকড়-পোক!
লক্ষ্য ওদের– মুসলমানের ধ্বংস-ক্ষয়
চায় না ওরা নতুন দেশের অভ্যুদয়।
কিন্তু দেখ খুব সহজেই স্বাধীন-সেরা
দক্ষিণ সুদান পূর্ব তিমুর-খ্রিস্টানেরা।
খেকশিয়াল ওই ব্রিটিশরাও কাঠি নাড়ে
কুর্দি-কাশ্মির-ফিলিস্তিনের শান্তি কাড়ে।
অং সুচিরা শান্তি নামের নোবেল পোষে
স্বার্থবাদী জাতিসংঘ আঙুল চোষে!
আরব নিউজ-গালফ-ডনের টালবাহানা
বিবিসি আর সিএনএন’রা আস্ত কানা।
‘ডগ’ বাঁচাতে নিউজ করে হুমড়ি খেয়ে
হায়! দেখে না ধর্ষিত হয় বর্মি মেয়ে।
ও মুসলমান! অসহায়ের পাশে দাঁড়াও
স্বার্থ ফেলে মানবপ্রেমে দুহাত বাড়াও।
রাসুল বলেন– ‘বিশ্বমুসলিম একটি দেহ’
তোমরা ছাড়া ওদের জন্য ভাববে কেহ?
Leave Your Comments