উত্তর :- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোন অঘটন ঘটে গেলে তা ধর্তব্য হবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত জালেমের জুলুম প্রতিরোধ করতে গিয়ে তাকে হত্যা করায় তার উপর কোন দণ্ড কার্যকর হবে না।
আদ দুররুল মুখতার- ৬/৫৪৬। আল হিদায়া – ৪/৫৬৭। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ – পৃ. ৫৬০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/২২২।
Leave Your Comments