উত্তর :- শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের কাজি বানানোর দায়িত্ব মুসলমান হাকিমের উপর। যদি মুসলমান হাকিম না থাকে তখন এ দায়িত্ব বর্তাবে মুসলিম উম্মাহর উপর। তবে যদি কোন অমুসলিম হাকিম মুসলমানদের জামাতের অনুমতি নিয়ে কোন মুসলমানকে কাজি হিসেবে নির্ধারণ করে তাহরে সেটাও শরীয়ত সম্মত।
রদ্দুল মুহতার – ৫/৩৬৬ , ৫/৩৬৯। আল বাহরুর রায়েক – ৬/৪৬১। কিফায়াতুল মুফতি – ১১/৩৩০।
Leave Your Comments