উত্তর:-যে ব্যক্তির উপর কোরবানী করা ওয়াজিব ঐ ব্যক্তি কোরবানীর দিনগুলোতে কোরবানী না করে এই পরিমাণ টাকা সদকা করা দ্বারা কোরবানী আদায় হবে না। তবে শরয়ী গ্রহণযোগ্য কোন বৈধ কারণে কোরবানী করতে অক্ষম হলে সে পরিমাণ টাকা সদকা করা বৈধ। অন্যথায় বৈধ নয়।
– আদ্দুররুল মুখতার ৬/৩২০,বাদায়েয়ুস সানায়ে ৬/২৮১,মিশকাত শরীফ ১২৮ পৃ,ফাতওয়ায়ে দারুল উলুম ১৫/৪৯২,
Leave Your Comments