উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী ওয়াক্ফ সম্পন্ন হওয়ার পর তাতে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে যেহেতু ওয়াক্ফ সম্পন্ন হয়ে গেছে অতএব তাতে হস্তক্ষেপ করার অধিকার ওয়াক্ফকারীর নেই।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৪/৩৬০, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদ ২/৩৭১, কেফায়াতুল মুফতি ১০/২৩৭
Leave Your Comments