প্রশ্ন:- আমরা দুই ভাই এক সাথে ব্যবসা করি এবং আমাদের মধ্যে শর্ত হয়েছে যে, শ্রম দু‘জনের পক্ষ থেকেই হবে, কিন্তু লভ্যাংশ কার কতটুকু হবে তা নির্দিষ্ট নেই, তাহলে লভ্যাংশ কিভাবে বন্টন হবে। কেউ যদি কম নেয়, তাহলে কোন সমস্যা আছে কি না?

উত্তর:- লভ্যাংশ বন্টনের হার উল্লেখ না করে  সমান মূলধন ও শ্রম দেওয়ার শর্তে যৌথ ‍উদ্যোগে সংগঠিত ব্যবসাকে শরীয়াতের ভাষায় ‍شركة عناد (শিরকাতে ঈনাদ) বলে। এধরণের লেনদেন বৈধ।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতটিও শিরকাতে ঈনাদ এর অন্তর্ভুক্ত বিধায় এটা বৈধ। লভ্যাংশের বন্টন এভাবে হবে যে,  যদি টাকা সমান সমান হয়, তাহলে লভ্যাংশ দুজনের মাঝে সমহারে বন্টন হবে। অন্যথায় টাকার পরিমাণ কম-বেশির ভিত্তিতে লভ্যাংশ বন্টন হবে।

-রদদুল মুহতার-৪/৩১২, ফাতাওয়া হিন্দিয়া-২/৩২৬, আল ফিকহুল ইসলামী-৪/৬০৯.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *