উত্তর :- ইসলামি শরীয়তে একটি গরু উট বা মহিষের মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক মিলে কুরবানি করতে পারবে। তবে শর্ত হলো সকল শরিকের ভাগ সমান হতে হবে। তাই প্রত্যেক গরুতে যদি সমান অংশ হিসেবে নির্দিষ্ট সাত জনের পক্ষ থেকে কুরবানি করা হয় তাহলে কুরবানি সহি হবে। অন্যথায় সহি হবে না।
সুনানে আবী দাউদ – পৃ. ৩৮৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৫১; বাদায়েউস সানায়ে’ ৬/২৮৭; আল বাহরুর রায়েক – ৮/৩২৫।
Leave Your Comments