উত্তর:- হারাম জিনিষ পরিস্থিতির কারণে বৈধ পেলেও যথা সম্ভব বেঁচে থাকাই শ্রেয়।
প্রশ্নেবর্ণিত মুদারাবার ভিত্তিতে পশুর লেনদেন হানাফী মাজহাব অনুযায়ী মূলত: বৈধ নয়। কিন্তু বর্তমানে এর প্রচলন এত বর্তমানে এর প্রচলন এত ব্যপক হয়েছে যে, তা থেকে নিষেধ করা হলে মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাই উলামায়ে কেরাম যে সব অঞ্চলে এর প্রচলন হয়ে গেছে সেখানে ইমাম আহমাদ ইবনে হাম্বল (র.) এর মাজহার অনুযায়ী বৈধতা দিয়েছেন।তবুও যেহেতু এর মূল হারাম তাই যেসব অঞ্চলে এর প্রচলন শুরু হয়নি ঐ সকল অঞ্চলে লেনদেন করা থেকে নিরৎসাহিত করা উচিৎ।
-উসূলুল ইফতা-৪৮৫, ফাতাওয়া হিন্দিয়া-৪/৪৮১.
Leave Your Comments