প্রশ্ন:-আমাদের দেশে জুমার খোতবার আগে যে বাংলা বয়ান করা হয় এর বিধান কী?

উত্তর:- জুমার খোতবার আগে যে বাংলা বয়ান করা হয় এটা জায়েয। মুস্তাদরাকে হাকেম নামক কিতাবের ১ খন্ডের ১০৮ নাম্বার পৃষ্ঠায় এসেছে নবীজী সা.এর অন্যতম সাহাবী রঈসুল মুহাদ্দিসীন হযরত আবু হুরায়রা রা.জুমার নামাজের আগে বয়ান করতেন। অতপর যখন ইমাম আসার আওয়াজ পেতেন তখন তিনি বসে যেতেন । এখান থেকে জুমার খোতবার আগে বয়ানের সুস্পষ্ট অনুমতি পাওয়া যায়।

এখানে আরও একটা বিষয় পরিস্কার হয়ে গেল,আমাদের দেশে কিছু কিছু আলেম মানুষের বুঝার সুবিধার্থে জুমার খোতবাও বাংলায় দেয়ার কথা বলেন। এটা সঠিক নয়। কারণ প্রথমত কোরআন ও সুন্নাহয় এর কোন অনুমতি পাওয়া যায়না। দ্বিতীয়ত মানুষের বুঝার প্রয়োজনীয়তা যেহেতু এ বয়ানের মাধ্যমে পুরণ করা সম্ভব। তাই খোতবাকে তার আপন জায়গায় রেখে দেয়াই অধিক মুনাসিব।

আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন।

-মুস্তাদরাকে হাকেম ১/১০৮কেফায়াতুল মুফতী ৩/২৬৪,আজীজুল ফাতওয়া ১/৩০৭

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর

খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *