প্রশ্ন:- আমাদের পরিবারে একজন সদস্য এমন কর্মস্থলে কাজ করে যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়। জানার বিষয় হলো, শরীয়ত কাজ হয় এমন কর্মস্থলে কাজ করে পারিশ্রমিক নেয়ার বিধান কি?

উত্তর :- ইসলামের দৃষ্টিতে শরীয়ত বিরোধী কাজ করা যেমন জায়েয নেই। তেমনি ভাবে শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে জীবিকা উপার্জন করা বা পারিশ্রমিক নেয়া জয়েয হবে না। যথাসম্ভব অতিদ্রুত হালাল উপার্জনের ব্যবস্থা করে তা ছেড়ে দিবে।

 

তিরমিযি শরীফ – ১/২৪২; ফাতাওয়া শামি – ৬/৫৫; আল হিদায়া – ৩/২০৩; ফাতাওয়া উসমানি – ৩/৩৬৫;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *