উত্তর:- শুধুমাত্র মৌখিক দাবী বা দীর্ঘদিন থেকে চলাফেরা করাই রাস্তার মালিকানার জন্য যথেষ্ট নয়। বরং সুনির্দিষ্ট দলীল দ্বারা রাস্তা প্রমাণ করা জরুরী। প্রশ্নেবর্নিত সুরতে যেহেতু কোন গ্রহণযোগ্য কোন প্রমাণ নেই। তাই আপনারা পথ বন্ধকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবেনা।
ফাতওয়ায়ে হিন্দিয়া ৩/১০৪,আল মুহিতুল বোরহানী ১১/২০,ফাতওয়ায়ে হাক্কানিয়া ৫/৩৭৬.
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments