প্রশ্ন:-আমার একখন্ড জমি আছে,জমির যাবতীয় কাগজপত্রও আমার কাছে আছে । কিন্তু আমার চাচাতো ভাইয়েরা দীর্ঘ ১০ বছর যাবত তা জবরদখল করে আছে। এখন আমাকে জমী ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। উপরোন্ত তারা বলছে ১০ বছর ভোগদখল করার নাকি এ জমী তাদের হয়ে গেছে! এ জমীতে নাকি আমার কোন মালিকানা নেই! বাস্তবতা জানতে চাই।

উত্তর:-বস্তুর মালিকানা নির্ভর করে দলীল-প্রমাণ তথা কাগজ পত্রের উপর,ভোগদখল বা জবর দখলের উপর নয়।

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে আপনার জমি চাচাতো ভাইদের জবরদখল করে খাওয়াটাই অবৈধ হয়েছে।এরদ্বারা তারা কোনভাবেই জমির মালিক হতে পারবে না। দলীল-প্রমাণ তথা কাগজ পত্র আপনার নামে হওয়ার কারণে জমির মালিক আপনিই রয়ে গেছেন। আদালতের ফায়সালাও আশা করা যায় আপনার পক্ষেই হবে।

– হেদায়া ৩/৩৭৯,বাদায়েয়ুস সানায়ে ১০/৭৩,ফাতওয়ায়ে হক্কানিয়া ৫/৩৭৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *