উত্তর :- শরীয়তের বিধানানুযায়ী বন্ধকী কোন বস্তু হতে কোন প্রকার উপকার অর্জন করা জায়েয নেই।
তবে বন্ধকি চুক্তি ভেঙ্গে নতুন করে ভাড়া চুক্তি স্থাপনের মাধ্যমে বাড়িটি ভাড়ায় দিয়ে উপকৃত হওয়া যেতে পারে।
ফাতাওয়া শামি – ৬/৪৮২; আল ফাতাওয়া আল কামেলিয়্যা – পৃ. ২৪৪; আল মাজাল্লাহ- ১৯৬; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/২৩০।
Leave Your Comments