উত্তর: ইসলামি শরীয়াহ মোতাবেক পানি স্বভাবত পবিত্র। নাপাক মিশ্রিত হলে স্বল্প পানি নাপাক হয়ে যায়। আর পাক বস্তু মিশ্রিত হয়ে পানির তরলতা ও প্রবাহ বিনষ্ট করার দ্বারা পবিত্র করার ক্ষমতা হ্রাস পায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি পুকুরে পাট ইত্যাদি ভিজানোর কারণে পানির প্রবাহ ও তরলতা দূর হয়ে যায়, তাহলে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েয নাই। অন্যথায় পবিত্রতা অর্জন করতে সমস্যা নাই।
ফাতহুল কাদীর ১-৭৬, মাজমুআয়ে রাসায়েলে লাকনোভী ৪-১৫
Leave Your Comments