প্রশ্ন:- আমার জানার বিষয় হল,ইদ্দত চলাকালীন হজ করলে সহীহ হবে কিনা?

উত্তর:- ইদ্দত হজ সহীহ হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে হজ সহীহ হয়ে যাবে। 

– রদ্দুল মুহতার ২/৪৬৪, আল ফিকহুল হানাফী ফী সাউবিহীল জাদীদ ১/৪৫৫,মুয়াল্লিমুল হুজ্জাজ পৃ-৯৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *