প্রশ্ন: আমার জানার বিষয় হলো, কেউ যদি ইতিকাফে বসার মান্নত করে, তাহলে তার কতদিন ইতিকাফে বসলে মান্নত পূর্ণ হবে?

উত্তর: মান্নতের এ’তিকাফ পুরা করা ওয়াজিব। আর ওয়াজিব এ’তিকাফের ক্ষেত্রে সর্বনিম্ন সময় হচ্ছে একদিন একরাত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি উক্ত ব্যক্তি অনির্দিষ্ট ভাবে ইতিকাফে বসার মান্নত করে তাহলে কমপক্ষে একদিন একরাত রোযা অবস্থায় ইতিকাফে বসা আবশ্যক। আর যদি নির্ধারিত করে তাহলে মান্নত অনুযায়ী ইতিকাফ করবে।

 

ফাতাওয়ায়ে আলমগীরি ১-২৭৪, তাবয়ীনুল হাকায়েক ২-২২২, ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ২-১১৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *