উত্তর :- কুরবানি একটি ইবাদত। আর সুদি ব্যংকের টাকা হলো হারাম। আর হারাম মালের ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়।
তাই সুদি ব্যংকে চাকুরির টাকা দ্বারা কুরবানি করলে তার কোরবানি হবে না। এবং তার সাথে যারা যুক্ত হযে কোরবানি করবে তাদের কারো কোরবানিই হবে না।
সহিহ বুখারী ১/১৮৯; রদ্দুল মুহতার – ৬/৩২২; আহসানুল ফাতাওয়া – ৭/৫০৩; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ১৫/৫৫৮।
Leave Your Comments