প্রশ্ন:- আমার চাচা খুবই অসুস্থ। তাই তিনি হজে যেতে পারছেন না । এখন তিনি চাচ্ছেন তার বদলে কাউকে দিয়ে বদলী হজ করাবেন। জানার বিষয় হল, বদলী হজ করানোর জন্য উপযুক্ত ব্যক্তি কে? যে ব্যক্তি হজ করেনি এমন কাউকে দিয়ে কি বদলী হজ করানো যাবে?

উত্তর:-সুস্থ-সবল,বিবেকসম্পন্ন প্রত্যেক মুসলমানই বদলী হজ করানোর উপযুক্ত। তবে আগে নিজের ফরজ হজ আদায় করেছেন এমন কাউকে দিয়ে বদলী হজ করানো উত্তম। নিজের হজ করেনি এমন ব্যক্তিকে দিয়ে হজ করালে মাকরুহ হবে। তবে হজ আদায় হয়ে যাবে। 

-রদ্দুল মুহতার ২/৬০৩,আল ব্হরুর রায়েক ৩/১২২,তাবয়ীনুল হাকায়েক ২/৪৩০,আযীযুল ফাতওয়া ১/৩৯৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *