উত্তর :- প্রশ্নে বর্ণিত বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর তিন তালাকে মুগাল্লাযা পতিত হয়ে গেছে। এখন যদি আপনি আপনার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চান তাহলে আপনার স্ত্রী প্রথমে ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে আপনার স্ত্রী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দ্বিতীয় স্বামীর সাথে মিলনের পর দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়/ মারা যায় তাহলে আরো একটি ইদ্দত পালনের পর তাকে আপনি বিবাহ করতে পারবেন। এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই।
সুরা বাকারা- ৩০, সহীহ বুখারী, হাদীস- ৫৩১৭, হিদায়া- ২/৩৯৯-৪০০, রদ্দুল মুহতার- ৫/৪৩-৪৪।
Leave Your Comments