উত্তর :- শরয়ী বিধানানুযায়ী শুফার দাবির সহিহ হওয়ার জন্য জমিটা মালের বিনিময়ে হাত বদল হওয়া শর্ত।
আর প্রশ্নোক্ত সুরতে জমি মোহরের বিনিময়ে হাত বদল হচ্ছে। যা মাল নয়। তাই সেখানে শুফার দাবি করা যাবে না।
আল হিদায়া – ৪/৪০৩; আল বাহরুর রায়েক – ৮/১৫৬; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/২৯৬।
Leave Your Comments