উত্তর :- তাওয়াফে যিয়ারত হলো হজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব। যা আদায় না করলে দম দিতে হয়। আর তাওয়াফে যিয়ারত করতে অযু জরুরী।
তাই আপনি অযু ছাড়া তাওয়াফে যিয়ারত করেছেন। যা আদায় হয়নি। তাই আপনার উপর একটি দম ওয়াজিব।
আদ দুররুল মুহতার – ২/৫৫০; বাদায়েউস সানায়ে’ ৩/৬৩; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১০; ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৬০৪।
Leave Your Comments