উত্তর: শরয়ী দৃষ্টিতে প্রয়োজনে পৃথিবির যেকোন জায়গায় বসবাসের অনুমতি রয়েছে। নিছক উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে দারুল হরবে বসবাসের চিন্তা করা উচিত না। কেননা বৈশ্যিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেক দেশই মুসলমানদের জন্য নিরাপদ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মুসলমানরা যদি নিরাপত্তা নিয়ে দারুল হরবে যায়। তাহলে তাদের জন্য কাফেরদের জান মালের ক্ষতি করা বৈধ হবে না। করলে তাদের উপর হদ বা জরিমানা আবশ্যক হবে।
-বাহরুর রায়েক ৫/১১৭, আলবায়ানাহ ৯/২৬১, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ৩/৬৫,
Leave Your Comments