উত্তর:-শরয়ী দৃষ্টিতে মালিকানা সাব্যস্ত হয় এমন শব্দ ব্যবহার করার মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়। তবে শর্ত হল বিবাহের নিয়ত থাকতে হবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে যদি বিবাহের নিয়ত থাকে তাহলে বিবাহ সংগঠিত হয়ে যাবে। অন্যথায় হবে না।
-বাদায়েয়ুস সানায়ে ৩/৩৩৬,মাজমায়ুল আনহুর ১/৪৭০,আল ফিকহ আলাল মাজাহিবিল আরবায়াহ ৪/১৭,ফাতয়ায়ে হাক্কানিয়া ৪/২৯৩,
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments