উত্তর :- নেসাব পরিমাণ এমন প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদাভাবে কুরবানি করা ওয়াজিব। একজনের পক্ষ থেকে কুরবানি অন্যজনের জন্য যথেষ্ট হবে না।
তাই পরিবারের সদস্যদের উপার্জন আলাদা আলাদা হয় আর প্রত্যেকের সম্পদ নেসাব পরিমাণ হয় তাহলে প্রত্যেকের উপরই পৃথক পৃথকভাবে কোরবানি ওয়াজিব হবে। একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না।
সুনানে ইবনে মাজা- ২/২২৬; আদ দুররুল মুখতার – ৬/৩১৩-৩১৫; আল বাহরুর রায়েক- ৮/৩১৮; আহসানুল ফাতাওয়া- ৮/৪৮৬।
Leave Your Comments