উত্তর :- বন্ধকি বস্তু বন্ধক গ্রহীতার অনুমতি ব্যতিত বন্ধক দাতা তা বিক্রি, ভাড়া ও সদকা কিছুই করতে পারবে না। যদি করে তাহলে বন্ধক গ্রহীতার অনুমতির উপর তা মওকুফ থাকবে। অনুমতি দিলে সহিহ হবে, না হয় নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বন্ধকদাতা যদি আপনার অনুমতি ব্যতিত বিক্রি করে থাকে তাহলে তা সহিহ হয়নি। আর অনুমতি নিয়ে থাকলে সহিহ হয়েছে।
রদ্দুল মুহতার ২৭/৪০৮; দুরারু আহকামি শারহি মাজাল্লাতিল আহকাম – ২/১২২; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/২৩১।
Leave Your Comments