প্রশ্ন:- এক ব্যক্তি আমার কাছে তার একটি জায়গা বন্ধক রেখেছে। এখনও সে আমার টাকা পরিশোধ করেনি। কিন্তু তার জমি সে বিক্রি করেছে। এখন আমার জানার বিষয় তার এ বিক্রি সঠিক হয়েছে কি?

উত্তর :- বন্ধকি বস্তু বন্ধক গ্রহীতার অনুমতি ব্যতিত বন্ধক দাতা তা বিক্রি, ভাড়া ও সদকা কিছুই করতে পারবে না। যদি করে তাহলে বন্ধক গ্রহীতার অনুমতির উপর তা মওকুফ থাকবে। অনুমতি দিলে সহিহ হবে, না হয় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে বন্ধকদাতা যদি আপনার অনুমতি ব্যতিত বিক্রি করে থাকে তাহলে তা সহিহ হয়নি। আর অনুমতি নিয়ে থাকলে সহিহ হয়েছে।

রদ্দুল মুহতার ২৭/৪০৮; দুরারু আহকামি শারহি মাজাল্লাতিল আহকাম – ২/১২২; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/২৩১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *