উত্তর :- কাফফারার রোযা আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক। হায়েয-নেফাস ব্যতিত অন্য কোন কারণে ধারাবাহিকতা ভঙ্গ হলে আবার নতুন করে রোযা রাখতে হবে।
সুতরাং অসুস্থতার কারণে কাফফারা রোযা কোন একটি ছুটে গেলে আবার নতুন করে রাখতে হবে।
রদ্দুল মুহতার – ২/৪১২। আল বাহরুর রায়েক – ২/২৮৫। আপকে মাসায়েল আওর উনকা হল – ৪/৪১২।
Leave Your Comments