উত্তর: ঘুম বা তন্দ্রার কারনে অজু নষ্ট হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো, ব্যাক্তির ঘুম বা তন্দ্রা এমন গভীর যার দ্বারা নিতম্ব নিজ স্থান থেকে সরে যাওয়া কিংবা দেহের অঙ্গ প্রতঙ্গ ঢিলা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা হওয়া। সুতরাং প্রশ্ন বর্ণিত সূরতে ব্যাক্তির ঘুম বা তন্দ্রার কারনে তার নিতম্ব সরে যাওয়ার সম্ভবনা দেখা দিলে অজু নষ্ট হয়ে যাবে। অন্যথায় নষ্ট হবে না।
হাওয়ালা: রদ্দুল মুহতার ১/২৯৭, ফতোয়ায়ে আলমগীরি ১/৬৩, ফতোয়ায়ে সিরাজীয়াহ্ ৩০, আহসানুল ফতোয়া ২/২২
Leave Your Comments