উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী তালাক পতিত হওয়ার জন্য বৈধভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন জরুরি, বিবাহ শুদ্ধ না হলে তালাক পতিত হবে না। প্রশ্নে বর্ণিত অমুসলিম মহিলার সাথে যেহেতু বৈবাহিক সম্পর্ক স্থাপন সম্ভব নয় তাই তালাক ও গ্রহণযোগ্য নয় ফলে মুসলিম হয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর তিন তালাক প্রাপ্ত হবে।
আল মহিতুল বোরহানি ৪/১২৯, আল বাহরুর রায়েক ৩/৫৩৮, কাজী খান ১/৩৪২
Leave Your Comments