প্রশ্ন-একব্যক্তি তার মিউজিয়ামে ধর্মীয় কিছু কিতাব প্রদর্শনীর জন্য কিনে রাখে ।যেগুলোর মুল্য নিসাব পরিমাণ বা তার থেকে বেশি তাতে যাকাত ফরজ হবে কিনা?

উত্তর- প্রশ্নেবর্নিত ধর্মীয় কিতাবাদীর উপর যাকাত ফরজ হবেনা।

– আদ্দুররুল মুখতার ৩/২১৭,ফাতওয়ায়ে শামী ৩/২১৭

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *