প্রশ্ন:-একব্যক্তি মৃত্যুকালীন ওসিয়ত করল,আমার ১বিঘা জমিন মৃত্যুর পর অমুকের সন্তান – সন্ততিদের মাঝে বন্টন করে দিবে। প্রশ্ন হল,বন্টন পদ্ধতি কি হবে?পুরুষ মহিলা সমান সমান নাকি বেশকম হবে?

উত্তর:-প্রশ্নেবর্নিত সুরতে নারী-পুরুষ উভয়ের মাঝে সমহারে জমি বন্টন করা হবে।

– আদ্দুররুল মুখতার ১০/৪১৫,রদ্দুল মুহতার ১০/৪১৫,বাহরুর রায়েক ৯/২৮৭,ফাতওয়ায়ে সিরাজিয়া পৃ:-১৪৮,

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *