প্রশ্ন: একসাথে তিন তালাক প্রাপ্তা নারী যদি বর্তমান আহলে হাদীসদের থেকে ফতোয়া নিয়ে পুনরায় সংসার করে তাহলে এদের সংসার সঠিক হবে কি এবং এই অবস্থায় সন্তান হলে তার হুকুম কি?

উত্তর: মুসলিম ফকিহগণের ঐক্যমত সিদ্ধান্ত অনুযায়ী তিন তালাক প্রাপ্ত মহিলা হালালা ব্যতীত প্রথম স্বামীর সংসারে ফিরে যেতে পারবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আহলে হাদিস থেকে ফতোয়া নিয়ে তিন তালাক প্রাপ্তা মহিলার সাথে ঘর-সংসার করা হারাম এবং উক্ত সংসারের মাধ্যমে জন্ম নেয়া সন্তান অবৈধ হিসেবে গণ্য হবে।

সূরা বাকারা ২৩০, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/৫৩৫, কিফায়াতুল মুফতি ৮/১৩৬

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *